Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

এডিসের লার্ভা নিয়ে মেয়র আতিকের হুঁশিয়ারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ১৯ আগস্ট ২০১৯

প্রিন্ট:

এডিসের লার্ভা নিয়ে মেয়র আতিকের হুঁশিয়ারি

ঢাকা : আগামীকাল থেকে ঢাকা উত্তরের প্রতিটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে ডেঙ্গু নির্মূলে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

অভিযান চলাকালে যেসব বাড়িতে এডিসের লার্ভা মিলবে প্রথমে স্টিকার লাগিয়ে সতর্ক করা হবে। সতর্ক না হলে জরিমানা করা হবে বলে হুঁশিয়ার করেন মেয়র।

সোমবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে বাস টার্মিনাল পরিদর্শন করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা টায়ারে এডিসের লার্ভা পাওয়ায় মালিকদেরকে ৫ লাখ টাকা জরিমানা করার নির্দেশ দেন তিনি।

এ সময় আতিকুল ইসলাম বলেন, `আগামীকাল থেকে উত্তর সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে ডেঙ্গু নির্মূল অভিযান শুরু হবে। প্রথমবার আমরা বাসাবাড়িতে যাবো সেখানে লার্ভা পাওয়া গেলে স্টিকার লাগিয়ে দিবো। পরবর্তীতে ১০ দিন পর যেয়ে আবার দেখবো লার্ভা পাওয়া গেলে আমরা জরিমানা করবো।`

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer