Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

এটিএন বাংলায় ‘ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৫, ২২ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

এটিএন বাংলায় ‘ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস’

প্রতি বছরের মতো এটিএন বাংলার পর্দায় আবারও শুরু হচ্ছে শুদ্ধ ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস। দেশের প্রান্তিক পর্যায় থেকে ধর্মীয় বিষয়ে সমান পারদর্শী শিশু কিশোরদের খুজে আনতে দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে - ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসের চতুর্থ আয়োজন।

আয়োজকরা জানিয়েছেন, আট অঞ্চলের বাছাইপর্ব নিয়ে বিশেষায়িত পর্বগুলো এটিএন বাংলায় দেখা যাবে রমজানের আগ পর্যন্ত প্রতি সপ্তাহে রবি থেকে বুধবার বিকেল ৫:৩০ মিনিটে। একই সময়ে অনুষ্ঠানটি শুনতে কান পাতুন রেডিও নেক্সট ৯৩.২ এফএম। রমজান মাসের শুরু থেকে ২৫ তারিখ পর্যন্ত স্টুডিও রাউন্ডের পর্বগুলো এটিএনবাংলায় প্রচারিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

মার্চ মাসের প্রথম সপ্তাহে কুমিল্লা থেকে শুরু হয়ে খুলনা, রাজশাহী, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের পর রাজধানী ঢাকায় পুরো মার্চ জুড়ে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচে বড় ইসলামী প্রতিযোগিতা। এএফবিএলের সহকারি মহাব্যাবস্থাপক মাইদুল ইসলাম বলেন, ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। শিশুদের অংশগ্রহন গত তিন আয়োজনের চেয়ে বেশি ছিলো।

তিনি বলেন, অভিভাবকদের আগ্রহ আমাদের উৎসাহিত করেছে।শিশুদের মাঝে শুদ্ধ ইসলামী মানবিক মূল্যবোধ বিকাশ ও জাগ্রত করার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে নবীন শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে ধর্মীয় বিষয়ে নিজেদের পারদর্শী হিসেবে গড়ে তুলতে পারবে। আট অঞ্চলের প্রায় দশ হাজারের মত প্রতিযোগিকে পেছনে ফেলে দেশ সেরা ৫৪ জন স্থান পায় চুড়ান্ত পর্বে। দুদিনের গালারাউন্ডে সেরা হয়ে ২৫ জন প্রতিযোগি যোগ দেয় স্টুডিও পারর্র্মেন্সে।

টেলিভিশন সম্প্রচার পুর্বে অবতীর্ন হবার পুর্বে প্রতিযোগিদের প্রশিক্ষিত করেছেন ইসলামী বিষয়ে পারদর্শী মেন্টরগণ। তিনটি বিষয়ে সমানভাবে প্রতিযোগ করতে সময় নিয়ে নিজেদের প্রস্তত করেছেন অংশগ্রহনকারিরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer