Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

‘এখন যেকোনো ওয়েবসাইট নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জন করেছে দেশ’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ২৯ জুন ২০১৯

প্রিন্ট:

‘এখন যেকোনো ওয়েবসাইট নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জন করেছে দেশ’

ঢাকা : চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ ফেসবুক-ইউটিউবে হস্তক্ষেপ করার ক্ষমতা অর্জন করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার দুপুরে শিল্পকলা একাডেমিতে ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। মোস্তাফা জব্বার বলেন, চলতি বছরের শেষ দিকে এসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব নিয়ন্ত্রণে সক্ষম হবে বাংলাদেশ।

তিনি বলেন, এখন যেকোনো ওয়েবসাইট নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জন করেছে দেশ।

মন্ত্রী বলেন, রাষ্ট্রের এখন সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে রাষ্ট্র ইচ্ছে করলে যেকোনো ওয়েবসাইটকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি বড় অর্জন।

‘তবে সামাজিক মাধ্যমে যখন স্ট্যাটাস দেয়া হয় বা ভিডিও প্রচার করা হয়, সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হয় না।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer