Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

একজনের ফের পরীক্ষা নিতে হাইকোর্টের নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ১৪ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

একজনের ফের পরীক্ষা নিতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা : সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দের মেয়ে আনিকা বিনতে ইউনুছকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৬ নভেম্বর নতুন করে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে ইউনুছ আলী আকন্দের করা রিট আবেদনে এ আদেশ দেন আদালত। আদালতে ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

আগে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ১৮ হাজার ৪৬৪ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। উত্তীর্ণ এসব শিক্ষার্থীর আগামী ১৬ নভেম্বর শুক্রবার ফের ভর্তি পরীক্ষার দিন ঠিক করেছে ঢাবি প্রশাসন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer