Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

একক রকেটে কক্ষপথে ১৩টি স্যাটেলাইট পাঠিয়েছে চীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ৭ নভেম্বর ২০২০

প্রিন্ট:

একক রকেটে কক্ষপথে ১৩টি স্যাটেলাইট পাঠিয়েছে চীন

চীনের শানঝি প্রদেশের উত্তরে তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পরমাণু ক্ষমতাধর এ দেশ শুক্রবার সফলভাবে কক্ষপথে ১৩টি স্যাটেলাইট পাঠিয়েছে। 

খবরে বলা হয়, আর্জেন্টিনার কোম্পানি স্যাটেলজিকের তৈরি দূর নিয়ন্ত্রিত ১০টি বাণিজ্যিক স্যাটেলাইটসহ এসব স্যাটেলাইট বেইজিং সময় বেলা ১১টা ১৯ মিনিটে লং মার্চ-৬ রকেটে করে পাঠানো হয়।

শুক্রবারের উৎক্ষেপণ ছিল লং মার্চ রকেট সিরিজের ৩৫১তম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer