Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

এক মিনিট অন্ধকারে সারাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ২৫ মার্চ ২০১৯

প্রিন্ট:

এক মিনিট অন্ধকারে সারাদেশ

ঢাকা : ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে সোমবার রাত ৯টায় সারাদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল সব আলো। ব্ল্যাক আউটের মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করেছে ১৯৭১-এর এই দিনে গণহত্যার শিকার হওয়া শহীদদের।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই নির্মমতা স্মরণ করে সারাদেশে এই কর্মসূচি। তবে সব ধরনের জরুরি সেবা প্রতিষ্ঠান, যেমন হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির আওতামুক্ত ছিল।

ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে শ্রদ্ধা জানায় এবং এক মিনিট নিরবতা পালন করে। অন্যদিকে কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। এর আগে তারা মোমবাতি প্রজ্বালন করে গণহত্যায় নিহত বাঙালিদের প্রতি শ্রদ্ধা জানান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer