Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ১৯ জানুয়ারি ২০২৩

প্রিন্ট:

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন

স্থানীয়ভাবে সরাসরি ক্রয়পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। ট্রেডিং করপোশেন অব বাংলাদেশকে (টিসিবি) এটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, এ তেল ক্রয়ে মোট ২০০ কোটি ২০ লাখ টাকা খরচ হবে। আগের মূল্য ছিল প্রতি লিটার ১৮৪.৫ টাকা। তবে বর্তমানে ১৮২ টাকায় বিক্রির প্রস্তাব দেয়া হয়েছে।

নতুন এ দামের সুপারিশ করেছে সাং সিং এডিবল ওয়েল লিমিটেড।

তিনি আরও বলেন, এবারের ক্রয় কমিটিতে অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এতে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৭৯ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৪ টাকা।

প্রস্তাবগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer