Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

এই বানোয়াট ভিডিওটি হীন উদ্দেশ্যে তৈরি: মোশাররফ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ১৩ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এই বানোয়াট ভিডিওটি হীন উদ্দেশ্যে তৈরি: মোশাররফ

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন তাঁর নিজের নামে প্রচারিত একটি ফোনালাপের বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোশাররফ হোসেন বলেছেন, প্রচারিত অডিওটি ‘বানোয়াট’।

সংবাদ বিজ্ঞপ্তিতে মোশাররফ হোসেন বলেছেন, ‘সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অনলাইন ও বিভিন্ন গণমাধ্যমে থাইল্যান্ডভিত্তিক পোর্টাল ট্রিবিউনের বরাত দিয়ে আমার সঙ্গে জনৈক মেহমুদের কথোপকথনের একটি “বানোয়াট” ফোনালাপের অডিও প্রকাশ ও প্রচার করা হচ্ছে। এই অডিওটি আমার ভাবমূর্তি নষ্ট, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারকাজে বিঘ্ন ঘটানো, আমাকে বিব্রত করা এবং রাজনৈতিক হীন উদ্দেশ্যে প্রকাশ ও প্রচার করা হচ্ছে, যা অনভিপ্রেত।’

সংবাদ বিজ্ঞপ্তিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই বানোয়াট ভিডিওটি হীন উদ্দেশ্যে তৈরি। জনৈক মেহমুদ নামের ব্যক্তিকে আমি চিনি না বা অডিওতে কথিত আইএসআইয়ের কোনো ব্যক্তি বা কর্মকর্তাকেও চিনি না। কথিত এই ব্যক্তির সঙ্গে বা আইএসআইয়ের কোনো কর্মকর্তার সঙ্গে কখনো আমার এ ধরনের কথোপকথন হয়নি।’

বিজ্ঞপ্তিতে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আরও বলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী। নির্বাচনী প্রচারকাজে খুবই ব্যস্ত থাকায় প্রেস ব্রিফিং করে বিষয়টির প্রতিবাদ করতে পারছি না। এ অবস্থায় উদ্দেশ্যপ্রণোদিত ফোনালাপের অডিওটি প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব মহল এবং ব্যক্তির কাছে অনুরোধ করছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer