Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

এ বছর রোকেয়া পদক পেলেন ৫ নারী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ৯ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৯:১৭, ৯ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

এ বছর রোকেয়া পদক পেলেন ৫ নারী

ছবি- সংগৃহীত

নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য চলতি বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচ নারী।বুধবার রোকেয়া দিবসে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তাদের এ সম্মাননা দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে পদক বিতরণ করেন। তার পক্ষে পদকজয়ী নারীদের হাতে সম্মাননা, সনদ ও চেক তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা।

সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মুক্তিযোদ্ধা মুশতারী শফি এ পদক পেয়েছেন। নারী শিক্ষায় অবদানের জন্য অধ্যাপক শিরীন আখতার এবং পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য কর্নেল ডা. নাজমা বেগম এবার রোকেয়া পদক পেয়েছেন।নারীর অধিকার আদায়ের সংগ্রামের জন্য মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, নারীর আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদানের জন্য মঞ্জুলিকা চাকমা রোকেয়া পদক পেয়েছেন।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর এ পুরস্কার দেয় বাংলাদেশ সরকার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer