Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

এ বছর রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৬, ৩ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এ বছর রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

ঢাকা : রসায়নে এ বছর নোবেল পেয়েছেন ফ্রান্সেস এইচ আর্নল্ড, জর্জ পি স্মিথ ও স্যার গ্রেগরি পি উইনটার।

বিবর্তনবাদের ধারণা গবেষণাগারে প্রয়োগের মাধ্যমে নতুন ধরনের রাসায়নিক তৈরি এবং পরিবেশবান্ধব শিল্প গড়ার জন্য তারা এ পুরস্কারে মনোনীত হন।

বুধবার এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে আর্নল্ড পাবেন অর্ধেক। আর বাকি অর্ধেক স্মিথ ও উইনটার ভাগ করে নেবেন।আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রাণিদেহের রসায়নে একেবারে আণবিক পর্যায়ে আসলে কী ঘটে, সেই ছবি ধারণ করতে ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপির উন্নয়ন ঘটিয়ে গত বছর রসায়নের নোবেল পান সুইজারল্যান্ডের জাক দুবোশে, জার্মান বংশোদ্ভূত আমেরিকান ইওয়াখিম ফ্রাঙ্ক এবং স্কটিশ রিচার্ড হেন্ডারসন।

গত সোমবার চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে এবারের নোবেল মৌসুমের শুরু হয়। মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থবিদ্যায় এবারের বিজায়ীদের নাম।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer