Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

এ বছর মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি পাচ্ছে ২০০০ শিক্ষার্থী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ২২ জুলাই ২০১৯

প্রিন্ট:

এ বছর মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি পাচ্ছে ২০০০ শিক্ষার্থী

ভারত সরকার পাঁচ বছর ধরে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য ১০,০০০ বৃত্তি প্রদান করেছে এবং ২০১৭-১৮ সালে এই বৃত্তি প্রকল্প চালু হয়। এ বছর উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ১০০০ করে মোট ২০০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ৫০,০০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ২০,০০০ টাকা পাবেন। ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

এ বিষয়ক বিজ্ঞাপনটি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.molwa.gov.bd ) এবং ২১ জুলাই, ২০১৯ স্থানীয় ‘বাংলাদেশ প্রতিদিন’ ও ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। আবেদনকারীদের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরমে ২২ আগস্ট, ২০১৯ এর আগে সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer