Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ঋণের বোঝা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ১১ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

ঋণের বোঝা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ছবি: বহুমাত্রিক.কম

বগুড়া: বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে এসব কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে বগুড়ার শাজাহানপুরে আঞ্জুয়ারা (৩৫) বেগম নামে এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার বামুনিয়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর দুটি সন্তান রয়েছে। 

নিহত ব্যক্তির স্বজনরা জানান, অভাবের সংসার হওয়ায় নিহত আঞ্জুয়ারা এবং তার স্বামী বাদশা মিয়া বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিল। এসব ঋনের টাকা দিতে না পারায় প্রায়দিনই এনজিওর লোক বাড়িতে এসে টাকার জন্য চাপ দিতে থাকে। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে এবং সংসারে অশান্তি সৃষ্টি হতো। এসব সইতে না পেরে সকলের অজান্তে ঘড়ের দরজা বন্ধ করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। নিহত আঞ্জুয়ারার ১ ছেলে এবং ১ মেয়ে রয়েছে।

এবিষয়ে শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, ঘটনাটি জেনেছি। তবে এ পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer