Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ঋণ নিতে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ১৮ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

ঋণ নিতে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করা লাগবে না। একইসঙ্গে শিক্ষার্থীরা দুই লাখ টাকা পর্যন্ত লিমিটের ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও এই ছাড় পাবেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিশেষ আদেশে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর আগে চলতি অর্থবছরের বাজেটে পাঁচ লাখ টাকার বেশি ঋণ এবং যেকোনো অংকের ক্রেডিট কার্ড নিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়।

বাজেটের এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন পর্যায় থেকে আপত্তি তোলা হয়। বাজেট পাসের আড়াই মাস পরে এসে জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে সংশোধনী দিল।

এনবিআরের আদেশে বলা হয়েছে, করারোপ যোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ নিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া লাগবে না। শিক্ষার্থী ক্যাটাগরিতে দুই লাখ টাকা সীমা পর্যন্ত ক্রেডিট কার্ড নিতেও আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকগুলোতে জমা দিতে হবে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer