Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

উপকূল দিবসের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ১২ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উপকূল দিবসের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি : ১৯৭০ সালের ভয়াল ১২ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ ও উপকূল দিবসের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের সহসভাপতি শ্যামল সরকার, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, আইনজীবী আক্কাস সিকদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নারীনেত্রী ইসরাত জাহান সোনালী ও সাংবাদিক কে এম সবুজ।

বক্তারা ৭০ এর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের বয়াল স্মৃতি তুলে ধরে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান সরকারের কাছে।

ঝালকাঠি প্রেস ক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। এতে সহযোগিতা করে সূর্যালোক ট্রাস্ট, শুভসংঘ ও দূরন্ত ফাউন্ডেশন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer