Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৫, ১৪ মে ২০২১

প্রিন্ট:

উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

গুরুতর আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্যা টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দীর্ঘ ১৬ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে মোহাম্মদ নাশিদের ফুসফুস, পেট ও লিভার থেকে ধাতব বস্তু বের করা হয়। শুক্রবার বিকালে তার ভাই নাজিম সাত্তার ও এডিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নাশিদের কয়েকটি সফল অস্ত্রোপচার হয়েছে। তার মাথা, বুক, পেট এবং বিভিন্ন অঙ্গে বিস্ফোরণের আঘাত রয়েছে। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। সুস্থ হতে তার দীর্ঘ সময় লাগবে। নাশিদের অন্তত তিন জন দেহরক্ষী এবং তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

আজ এডিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেয়। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য জার্মানি যাওয়ার বন্দবস্তও করে দেয়। হাসপাতাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি অ্যাম্বুলেন্সে তাকে বিমান বন্দরে নেওয়া হয়। সেখানে অপেক্ষমাণ একটি বিশেষ বিমান তাকে নিয়ে জার্মানির উদ্দেশে রওনা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer