Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

উদযাপিত হলো ময়মনসিংহ মুক্ত দিবস

আতিকুর রহমান, বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৭, ১০ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

উদযাপিত হলো ময়মনসিংহ মুক্ত দিবস

ছবি: বহুমাত্রিক.কম

জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় র‌্যালির মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ময়মনসিংহ মুক্ত দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বৃহত্তর ময়মনসিংহ জেলা পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র‌্যালিটি যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ মরণ সাগরের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বিজয় র‌্যালি বের হয় এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির স্মরণে মরণ সাগরে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer