Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

উত্তরায় ৩১টি হাতবোমা নিষ্ক্রিয় : ২ যুবদল নেতা আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২০ নভেম্বর ২০২০

আপডেট: ২২:৫৯, ২০ নভেম্বর ২০২০

প্রিন্ট:

উত্তরায় ৩১টি হাতবোমা নিষ্ক্রিয় : ২ যুবদল নেতা আটক

ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাড়ি থেকে ৩১ টি হাত বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট।

ভবনটিতে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা রয়েছে এমন খবর পেয়ে পুলিশ গোয়েন্দা বিভাগ (ডিবি), উত্তরা পশ্চিম থানা পুলিশ শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে। এরপর একে একে ৩১টি বোমা নিস্ক্রিয় করা হয়। ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাজী শফিকুল আলম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই বোমাগুলো মজুতে জড়িত থাকার অভিযোগে তুরাগ থানা এলাকার সুমন ও মামুন নামে দুজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজনই স্থানীয় যুবদলের নেতা। তারা কেন সেখানে হাতবোমাগুলো এনেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

উত্তরায় অবিস্ফোরিত বোমা উদ্ধার: ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer