Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

উত্তরাঞ্চলের নদীসমূহের পানি বৃদ্ধি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

উত্তরাঞ্চলের নদীসমূহের পানি বৃদ্ধি

ঢাকা: ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,অপরদিকে যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। উভয় নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে। এদিকে,গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে,দেশের প্রধান সব নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের ১০১ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৩৯ টির,হ্রাস পেয়েছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ টির।

গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, চিলমারী ৯২ মিলিমিটার, জারিয়াঞ্জাইল ৯০ মিলিমিটার, মহাদেবপুর ৬৬ মিলিমিটার, দিনাজপুর ৬৫ মিলিমিটার, সিলেট ৬৪ মিলিমিটার, রংপুর ৬২ মিলিমিটার, ডালিয়া ৬০ মিলিমিটার, গাইবান্ধা ৫৮ মিলিমিটার এবং দূর্গাপুর ৪৩ মিলিমিটার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer