Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

উত্তরা ইউনিভার্সিটিতে ‘রিসার্স প্রপোজাল রাইটিং’ কর্মশালা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৭, ১৭ মে ২০১৯

আপডেট: ০১:২১, ১৭ মে ২০১৯

প্রিন্ট:

উত্তরা ইউনিভার্সিটিতে ‘রিসার্স প্রপোজাল রাইটিং’ কর্মশালা

ঢাকা: উত্তরা ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্স এন্ড ট্রেইনিং এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল “রাইটিং ইফেকটিভ রিসার্স প্রপোজাল এন্ড এ্যানালাইসিস প্রেজেন্টেশন এন্ড ইন্টারপ্রিটেশন অব রিসার্স রেজাল্ট- ২০১৯”।

গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপি বিশ্ববিদ্যালয়ের IQAC এর সেমিনার রুমে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। এই ট্রেইনিং এর মূল উদ্দেশ্য হলো শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরো বেশি বেশি সমৃদ্ধি অর্জন করা এবং ইউনিভার্সিটি গুণগত মান নিশ্চিত করা এবং সকল গাইডলাইন অনুসরণ করে শিক্ষার মান উন্নত করা।

ওয়ার্কশপের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও সমাপনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. দেবী নারায়ন পাল, পরিচালক, সিআরটি, উত্তরা ইউনিভার্সিটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer