Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

উত্তর সিটির প্যানেল মেয়র ওসমান গনি আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ২২ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উত্তর সিটির প্যানেল মেয়র ওসমান গনি আর নেই

ঢাকা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. ওসমান গনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)

শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে সন্তান রেখে গেছেন।

জানা গেছে, গত জুলাইয়ের মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওসমান গনি। বারডেমে চেক আপ করালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।

গত ১৪ আগস্ট সরকারের কাছ থেকে ছুটি নিয়ে সিঙ্গাপুর যান। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মরহুমের লাশ রোববার বেলা ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আনা হবে। ওসমান গনির মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পানেলভুক্ত মেয়র মো. জামাল মোস্তফা গভীর শোক প্রকাশ করেছেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer