Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

উজবেকিস্তানে প্রথমবারের মতো খুললো বাংলাদেশের শ্রম বাজার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭, ৭ নভেম্বর ২০২০

প্রিন্ট:

উজবেকিস্তানে প্রথমবারের মতো খুললো বাংলাদেশের শ্রম বাজার

মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে প্রথমবারের মতো খুললো বাংলাদেশের শ্রম বাজার। এর ফলে প্রাথমিকভাবে ৮৮৮ জন দক্ষ কর্মী উজবেকিস্তান যাবেন।শনিবার সকাল সাড়ে ১০টায় ২৩৯ জন শ্রমিক নিয়ে উজবেকিস্তান এয়ারের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, দক্ষ কর্মী রপ্তানির এই প্রক্রিয়ায় চারটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মোট ৮৮৮ জন কর্মী পর পর তিনটি বিশেষ ফ্লাইটে উজবেকিস্তান যাবেন। বাংলাদশি কর্মীরা উহবেকিস্তানের রাজধানী তাসকন্দ থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে কারশিতে ইন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করবেন।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে উজবেকিস্তানে দক্ষ কর্মী রপ্তানির নতুন বাজারকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন বৈদেশিক শ্রম বাজার বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, দক্ষ শ্রমিক রপ্তানি বাংলাদেশের অর্থনীতিতে নতুন বার্তা নিয়ে আসবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer