Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুনে পুড়ল ২৯ ঘর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ১৮ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুনে পুড়ল ২৯ ঘর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে তৃতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার কুতুপালং ইরানি পাহাড়ের ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে। এতে আগুনে ২৯টি ঘর পুড়ে গেছে। এর আগে গত ৯ জানুয়ারি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ও ২ জানুয়ারি ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

অধিনায়ক মো. নাইমুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে উখিয়া ফায়ার সার্ভিস ছুটে আসে। তাদের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই আগুনে ইরানি পাহাড়ের সাব ব্লক-বি/৩-এর ২৫টি এবং ডি/২-এর চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনও যায়নি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে এ ঘটনার পর ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান মো. নাইমুল হক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer