Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

উইন্ডোজ সেভেনে বন্ধ হচ্ছে গুগল ক্রোম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬, ২৭ নভেম্বর ২০২০

প্রিন্ট:

উইন্ডোজ সেভেনে বন্ধ হচ্ছে গুগল ক্রোম

২০২২ সালের জানুয়ারি থেকে উইন্ডোজ সেভেনে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে গুগল ক্রোমের পরিষেবা।

দ্যা সান এর প্রতিবেদন অনুসারে, গুগল ২০২১ সালের জুন থেকে নিজের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয়। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার কারণে গুগল ক্রোমের পরিষেবা ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকছে।

এখনও বিশ্বের প্রায় ২০ দশমিক ৯৩ শতাংশ ব্যবহৃত কম্পিউটারে ব্যবহার করা হয় উইন্ডোজ সেভেন। গুগলের এমন পদক্ষেপ কোটি কোটি ব্যবহারকারীকে প্রভাবিত করবে বলে নেটমার্কেট শেয়ারের এক প্রতিবেদন উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন থেকে গুগল ক্রোম উইন্ডোজ টেন কেবল অপারেটিং সিস্টেমে চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে গুগল। ব্রাউজারটি ব্যবহার করতে অপারেটিং সিস্টেমটি আপগ্রেড করতে হবে ব্যবহারকারীদের।

সূত্র: জি২৪ ঘণ্টা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer