Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

উ.কোরীয় নেতার পাঠানো ‘চমৎকার চিঠি’ পেয়েছেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ১২ জুন ২০১৯

প্রিন্ট:

উ.কোরীয় নেতার পাঠানো ‘চমৎকার চিঠি’ পেয়েছেন ট্রাম্প

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পাঠানো আরেকটি ‘চমৎকার চিঠি’ পেয়েছেন। তিনি উনের সঙ্গে তৃতীয়বারের মতো সম্মেলনে অংশ নেয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। 

পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে পিয়ংইয়ংয়ের প্রচেষ্টার কোন অগ্রগতি না হওয়া সত্ত্বেও কিমের প্রতি বিশ্বাস অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে ট্রাম্প উত্তর কোরিয়ার এ শক্তিশালী নেতাকে ‘তার প্রতিশ্রুতি ধরে রাখার’ কথা বলেছেন।হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘চিঠিটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ট্রাম্প কিমের কাছ থেকে পাওয়া চিঠির বিষয়বস্তুর ব্যাপারে কোন কিছু না বললেও আগের বিভিন্ন চিঠির মতো এটিকেও একটি ‘চমৎকার’ চিঠি হিসেবে উল্লেখ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer