Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০০:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

বাংলা বর্ণপরিচয়ের এর স্রষ্টা, সমাজ সংস্কারক, সংস্কৃত পন্ডিত, শিক্ষাবিদ ও সাহিত্যিক জনহিতৈষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ ২০৩তম জন্মদিন। এই উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তর এর আয়োজনে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকার বিএসএল ভবনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।
গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক খান মাহবুব।

আলোচনা সভায় বক্তারা ঊনিশ শতকের নতুন গদ্যরীতির প্রবর্তক, সমাজ সংস্কারক, বিধবা বিবাহ রীতির প্রবর্তক, রেনেসাঁ-মানব বিদ্যাসাগরের আদর্শ ও দর্শন আজকের দিনে প্রাসঙ্গিক ও গুরুত্ববহ বলে উল্লেখ করেন। তাছাড়া বিদ্যাসাগরের কর্মময় জীবন বর্তমান প্রজন্মকে জানানোর বিষয়ে সকলকে দায়বদ্ধতা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer