Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলমানদের মোদির শুভেচ্ছা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ৩০ অক্টোবর ২০২০

প্রিন্ট:

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলমানদের মোদির শুভেচ্ছা

শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) । মানবজাতির শিরোমণি মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিন। করোনা মহামারীর কারণে এবার মুসলিমবিশ্বে স্বাস্থ্যবিধি মেনেই দিনটি উদযাপিত হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনটি সবার মাঝে আরও সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।শুক্রবার এক টুইটে এই আশাবাদ ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।

মোদি লিখেছেন- মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, দিনটি সর্বত্র আরও সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে। সবাই সুস্থ ও সুখী হোক।

মোদি ছাড়াও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তেলেঙ্গনা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের এ দিনে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer