Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঈদে বাড়তি ভাড়া আদায়ে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ২৫ মে ২০১৯

প্রিন্ট:

ঈদে বাড়তি ভাড়া আদায়ে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

ঢাকা : ঈদ যাত্রায় সরকারের পক্ষ থেকে যে ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে তার বেশি দামে টিকিট বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদে যাত্রীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। সরকারের নির্দেশনা অমান্য করে টিকিট বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

শনিবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিবহন মালিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথ খোলা রাখার নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীর যেসব পয়েন্টে গাড়ি বের হয় এবং প্রবেশ করে সেগুলো ফাঁকা ও যানজটমুক্ত রাখতে হবে। এছাড়া গাড়ি খুব দ্রুত যাত্রী নিয়ে প্রবেশও করতে পারবে, আবার বেরও হতে পারবে। এতে ঈদ যাত্রার ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer