Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ঈদে আফগানিস্তানে যুদ্ধবিরতি ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ২৪ মে ২০২০

প্রিন্ট:

ঈদে আফগানিস্তানে যুদ্ধবিরতি ঘোষণা

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আফগান সরকারের সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবানরা। সম্প্রতি সরকারী সেনাদের উপর হামলার জের ধরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার থেকে আফগানিস্তানে কার্যকর হবে এই যুদ্ধবিরতি।

তালেবানদের এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তার সেনারা এই যুদ্ধবিরতিকে সম্মান দেখাবে।

এদিকে আফগান সরকার এবং তালেবানদের মধ্যে তিনদিনের এই যুদ্ধবিরতিতে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই সাময়িক যুদ্ধবিরতি আফগানিস্তানে দীর্ঘকালীন শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। যদিও ২০১৮ সালের ঈদুল ফিতরে যুদ্ধবিরতির ডাক দেওয়া হয়।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলছেন, শত্রুদের বিরুদ্ধে কোন আক্রমণাত্মক অপারেশন চালানো যাবে না। যদি কোন শত্রু আপনার ওপর হামলা করে তাহলে নিজেকে রক্ষা করুন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer