Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ঈদ পরবর্তী কঠোর বিধিনিষেধে রোববার খোলা থাকবে ব্যাংক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২০ জুলাই ২০২১

প্রিন্ট:

ঈদ পরবর্তী কঠোর বিধিনিষেধে রোববার খোলা থাকবে ব্যাংক

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ঈদের ছুটির পরদিন থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিন ফের শুরু হতে যাচ্ছে কঠোর বিধিনিষেধ। ঈদ পরবর্তী কঠোর বিধিনিষেধের মধ্যে রোববার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া বিধিনিষেধের প্রথম দুই রোববার লেনদেন হয়নি ব্যাংকে। ঈদ উপলক্ষে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করে সরকার। ঈদকে সামনে রেখে তৃতীয় রোববার খোলা ছিল প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘২৫ জুলাই ব্যাংক খোলা থাকবে। এর আগে লকডাউনের কারণে সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববার ছুটির বিষয় বিবেচনা করা হয়েছিল। তবে সামনের লকডাউনে রোববার বন্ধ থাকার বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত হয়নি। এ জন্য আগের মতো রোববারও ব্যাংকিং কার্যক্রম চলবে।’

শাটডাউনকালীন ব্যাংকে লেনদেন কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে ১৩ জুলাই সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) বিধিনিষেধ চলাকালে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। তবে রোববারের কথা সেখানে উল্লেখ ছিল না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer