Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ইয়েমেনের হুদায়দায় ৯ লাখ মানুষ খাদ্য সংকটে

বহুমাত্রিক.কম

প্রকাশিত: ০০:২৩, ২৩ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:৫০, ২৩ সেপ্টেম্বর ২০১৮

প্রিন্ট:

ইয়েমেনের হুদায়দায় ৯ লাখ মানুষ খাদ্য সংকটে

ঢাকা : ইয়েমেনের হুদায়দা প্রদেশের ২৫ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। খাদ্য সংকটে রয়েছে নয় লাখ মানুষ। শনিবার এসব কথা জানিয়েছেন ইয়েমেন রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র আদনান হাজাম। 

তিনি বলেন, হুদায়দা প্রদেশের ২৫ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে এবং নয় লাখ মানুষ খাদ্য সংকটে রয়েছে। তথা এই প্রদেশে মানবিক সংকট সৃষ্টি হয়েছে। হরের বেশিরভাগ মানুষের এখন স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে জরুরি ভিত্তিতে সহযোগিতা দরকার।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক কর্মকর্তা লিজ গ্রান্ডি বলেন, হুদায়দায় যুদ্ধের কারণে ৭৬ হাজার পরিবার বাস্তুহারা হয়েছে। গত ১৩ জুন থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রদেশটিতে ব্যাপক হামলা চালাচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer