Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ইসলামাবাদে ইমরান খান : সেনা মোতায়েনে সরকারের সায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:১৭, ২৬ মে ২০২২

প্রিন্ট:

ইসলামাবাদে ইমরান খান : সেনা মোতায়েনে সরকারের সায়

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নেতাকর্মীদের বিশাল এক বহর নিয়ে রাজধানী ইসলামাবাদ প্রবেশে করেছেন। এপরপর ডি-চক চত্বরে যাওয়া মিছিলের নেতৃত্ব দেন তিনি। আর গুরুত্বপূর্ণ ভবনগুলো রক্ষায় রেডজোন এলাকায় সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

বুধবার (রাতে টুইটারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন পোস্ট করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদ অনুসারে রেড জোন অঞ্চলে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়ে সরকার সন্তুষ্ট।-খবর ডন অনলাইনের

প্রজ্ঞাপনে যেসব ভবন সুরক্ষার কথা বলা হয়েছে, তার মধ্যে সুপ্রিমকোর্ট, পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রেসিডেন্টের ভবন, পাকিস্তানের সচিবালয় ও কূটনৈতিক অঞ্চল রয়েছে।

ডনের খবরে বলা হয়, শ্রীনগর মহাসড়ক হয়ে ইমরান খান যখন ডি-চক অভিমুখে ছিলেন, তার আগেই তার দলের কর্মী-সমর্থকদের একটি অংশ সেখানে পৌঁছায়। পুলিশের বাধা ও গুলির মুখেও তাদের ঠেকিয়ে রাখা যায়নি।

রাজধানী অভিমুখে আসার পথে ৫০ কিলোমিটার দূরে হাসান আবদাল নামক স্থানে যাত্রাবিরতি করেন ইমরান। সেখানে তিনি বলেন, আমদানি করা এই সরকার নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আগ পর্যন্ত তারা ডি-চক ছেড়ে যাবেন না। তার গাড়িবহর যখন লক্ষ্যে পৌঁছায়, তখন পুলিশ বুঝতে পারে যে তার মিশন জিহাদের—কোনো রাজনীতির না।

পরে এক ভিডিওতে দেখা গেছে, ইমরান খানের গাড়ি ডি-চকের দিকে যেতে থাকলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারাও হাত নেড়ে তাকে স্বাগত জানিয়েছেন।

পিটিআইয়ের আজাদি মার্চ শুরু হলে পাঞ্জাবে দলটির নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইসলামাবাদমুখী সড়ক আটকে রাখা শিপিং কন্টেইনার সরিয়ে দিতে গেলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মীর এক টুইটবার্তায় বলেন, পিটিআই নেতা শিরিন মাজারির কাছ থেকে একটি বার্তা পেয়েছি, যাতে তিনি দাবি করেন—নারী ও শিশুদের ওপর যে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, তা মেয়াদোত্তীর্ণ।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ কাঁদানে গ্যাসের ব্যবহার কেবল আদালতের নির্দেশের লঙ্ঘনই না, তা পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর সন্ত্রাসবাদী আচরণ।

নিজের দাবিকে নিশ্চিত করতে হামিদ মীরের পোস্টকে রিটুইট করেন শিরিন মাজারি। এর আগে এক ভিডিও বার্তায় সব পাকিস্তানিকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান ইমরান খান। তিনি বলেন, ইসলামাবাদ অভিমুখে যাত্রা করা লোকজন অবশ্যই ডি-চকে পৌঁছাবেন। কয়েক ঘণ্টার মধ্যে আমিও সেখানে যাব।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer