Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ইসরাইলের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা হামাসের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ১৫ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইসরাইলের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা হামাসের

হামাসসহ ফিলিস্তিনী জঙ্গি গ্রুপগুলো গাজা উপত্যকায় ইসরাইলের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। গাজায় চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সহিংসতার পর মিশরের মধ্যস্থতায় মঙ্গলবার এ অস্ত্রবিরতির ঘোষণা দেয়া হয়।

হামাসসহ গ্রুপগুলোর এক বিবৃতিতে বলা হয় তারা অস্ত্রবিরতি মেনে চলবে, যদি ইসরাইলও একই কাজ করে। খবর এএফপি’র।

তবে এ ঘোষণার প্রেক্ষিতে ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু দেশটির কট্টরপন্থী প্রতিরক্ষা মন্ত্রী এভিগডর লিবারম্যান বলেন, তিনি হামলা বন্ধের পক্ষে নন।

গাজায় ২০১৪ সালের পর ইসরাইল ও ফিলিস্তিনীদের মধ্যে সাম্প্রতিক সহিংসতা ছিল সবচেয়ে ভয়াবহ। গত ২৪ ঘন্টায় ইসরাইলী বিমান হামলায় সাতজন গাজাবাসী প্রাণ হারায়। এদিকে মিশরও ওই বিবৃতিতে গাজায় সামরিক হামলা বন্ধের জন্যে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer