Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

‘ইশরাকের উষ্কানি ও কুটনীতিকদের তৎপরতায় ভোটার উপস্থিতি কম’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০, ১ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

‘ইশরাকের উষ্কানি ও কুটনীতিকদের তৎপরতায় ভোটার উপস্থিতি কম’

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটা উপস্থিতি কমের জন্য দক্ষিণে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ও বিদেশি কূটনীতিকদের দায়ী করেছে আওয়ামী লীগ।

আওয়ামীলীগ নেতাদের অভিযোগ করে বলেছেন, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন কয়েকদিন ধরে উস্কানিমূলক কথা বলেছেন। বিদেশি কূটনীতিকদের তৎপরতায় ভোটারদের মধ্যে একটা দ্বিধা ছিল। এর একটা প্রভাব পড়েছে ভোটের ওপর।’

শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

নানক বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দু`একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের পরিবেশ চমৎকার। ভালো মানুষ ভালোভাবেই ভোট দিচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer