Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ইরানে ৪ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ৫ ডিসেম্বর ২০২২

প্রিন্ট:

ইরানে ৪ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে চার ইরানিকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। একই অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আরও তিনজনকে। 

রোববার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের সর্বোচ্চ আদালত এর আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। ওই চার ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি ধ্বংস, অপহরণ এবং মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আনা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই চারজন হলেন-হোসেইন অর্দুখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান এবং মনসুর শাহবান্দি বেজান্দি।

এ ছাড়া আরও তিনজনকে একই অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। চলতি বছরের জুন মাসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্তদের গ্রেপ্তার করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer