Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

ইরান যুক্তরাষ্ট্রের মুখে থাপ্পড় মেরেছে : আয়াতুল্লাহ খামেনি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ৮ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ইরান যুক্তরাষ্ট্রের মুখে থাপ্পড় মেরেছে : আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরাকে মার্কিন জোট ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করার মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মুখে থাপ্পড় মেরেছে।তিনি বলেন, মধ্যপ্রাচ্য মার্কিন উপস্থিতি গ্রহণ করে না।

বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি এসব মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি তার বক্তব্যে জেনারেল কাশেম সোলাইমানির প্রশংসা করেন। সোলাইমানিকে তিনি একজন বীর বলে অভিহিতি করেন। এসময় অনেক দর্শক কেঁদে ওঠেন।

আয়াতুল্লাহ খামেনি বলেন, সোলাইমানির মৃত্যুর অর্থ বিপ্লব বেঁচে আছে।বুধবার ভোরে ইরাকে অবস্থানরত মার্কিন নেতৃত্বাধীন বাহিনীগুলোর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান।

এই হামলার পর বিশ্বব্যাপী তেলের দামও বৃদ্ধি পেয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer