Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ইভো মোরালেসকে আশ্রয় দেয়ার প্রস্তাব আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্টে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ১৬ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

ইভো মোরালেসকে আশ্রয় দেয়ার প্রস্তাব আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্টে

ঢাকা : বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ভবিষ্যতে রাজনৈতিক আশ্রয় দিতে বৃহস্পতিবার প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে তিনি বলেন, ডিসেম্বরে তার দায়িত্ব নেয়ার পর তার দেশে মোরালেসকে স্বাগত জানানো হবে ‘এক সম্মানের’ ব্যাপার।

উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকুয়েজের সাথে সাক্ষাৎ করা ফার্নান্দেজ আশ্রয়ের এ প্রস্তাব মোরালেসের ভাইস প্রেসিডেন্টকেও দিয়েছেন।মোরালেস ২০ অক্টোবরের নির্বাচনে চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকেই বলিভিয়া সরকারবিরোধী আন্দোলনে বিধ্বস্ত হয়ে পড়ে। বিরোধীরা জালিয়াতির অভিযোগ এনে মোরালেসের বিজয় মেনে নিতে অস্বীকার করেন।

দেশের সশস্ত্র বাহিনী সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর মোরালেস রবিবার পদত্যাগ করেন এবং জীবনের ওপর হুমকি টের পেয়ে তিনি মেক্সিকোতে আশ্রয় চেয়ে আশ্রয় পান। এখন তিনি সেখানেই রয়েছেন।আর্জেন্টিনাকে মোরালেসের বাড়ি উল্লেখ করে ফার্নান্দেজ বলেন, ‘যদি আমি (তখন) প্রেসিডেন্ট হতাম তাহলে প্রথম দিনেই তাকে আশ্রয়ের প্রস্তাব দিতাম।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer