Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ইন্সটাগ্রামের দুই সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইন্সটাগ্রামের দুই সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ

ঢাকা : পদত্যাগের ঘোষণা দিয়েছেন ছবি শেয়ারের বৃহত্তর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের দুই সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম ও মাইক ক্রাইগার।

নিজেদের জানার কৌতুহল ও সৃজনশীলতা আরো কাজে লাগানোর উদ্দেশ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তারা। ২০১২ সালে ১শ` কোটি ডলারের বিনিময়ে ইন্সটাগ্রামকে কিনে নেয় আরেক বৃহৎ সামাজিক মাধ্যম ফেইসবুক। এরপর থেকেই বেড়ে যায় ইন্সটাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা।

নেতৃত্ব নিয়ে ফেইসবুক ও ইন্সটাগ্রাম সহ-প্রতিষ্ঠাতাদের মধ্যে মনোমালিন্যের জেরে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম। তবে ইন্সটাগ্রাম ত্যাগের পর নতুন ও সৃজনশীল উদ্ভাবনী নিয়েই সবার সামনে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন কেভিন সিস্ট্রম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer