Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ২২ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা : আবারও নতুন ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। ভূ-বিজ্ঞানীরা জানিয়েছেন, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে কম্পনের স্থায়িত্ব কম হওয়ায় সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানান তারা।

এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্বাভাভিকভাবেই নতুন এই ভূমিকম্পের কারণে পুরো দেশে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়।

কিছুদিন আগেই ভূমিকম্পে প্রবল ক্ষতিগ্রস্থ হয় ইন্দোনেশিয়া। তখন ৭০০-র বেশি মানুষ হতাহত হয়েছিল। ঘর-বাড়ি হারিয়ে পথে বসেছিলেন ইন্দোনেশিয়ার কয়েক হাজার মানুষ। দিনকয়েক কাটতে না কাটতেই আরও একবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।

এই ভূমিকম্পটি কেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার সুম্বা বারাত জেলার ১০৩ কিমি উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer