Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

ইতালিতে নতুন করে ৭৬৬ জনের মৃত্যু, মিলছে উন্নতির আভাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ৪ এপ্রিল ২০২০

আপডেট: ১৩:১১, ৪ এপ্রিল ২০২০

প্রিন্ট:

ইতালিতে নতুন করে ৭৬৬ জনের মৃত্যু, মিলছে উন্নতির আভাস

ঢাকা : ইতালিতে করোনাভাইরাসে শুক্রবার নতুন করে ৭৬৬ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৬৮১ জন।

কোভিড-১৯ মহামারিতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও এ মহামারি কাটিয়ে ওঠার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। বেসরকারি প্রতিরক্ষা সংস্থার নতুন পরিসংখ্যানে দৈনিক নিবন্ধিত আক্রান্তদের সংখ্যা ৪ শতাংশ হ্রাস পেয়েছে। 

যারা পুরোপুরি সুস্থ হয়েছেন গত ৪৮ ঘন্টায় তাদের হার ১৭,৩ শতাংশ বেড়ে ১৯,৭৫৮ জনে দাঁড়িয়েছে।ইতালির সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিছু এলাকার পরিস্থিতি ধীরেধীরে উন্নতি হচ্ছে এমন আভাস মিলেছে।

ইতালির উত্তরের লোমবারডিতে আক্রান্তদের সংখ্যা কমছে। সেখানে প্রধান হাসপাতাল কর্মকর্তা গিউলি গ্যাললেরা বলেছেন, আক্রান্তদের সংখ্যা কমছে। আমাদের হাসপাতাগুলোতে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer