Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ইতালিতে টিকা না নেওয়ায় ৭২৮ ডাক্তার বহিষ্কার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১১:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

ইতালিতে টিকা না নেওয়ায় ৭২৮ ডাক্তার বহিষ্কার

ইতালিতে এখন পর্যন্ত ৭২৮ জন ডাক্তারকে টিকা না নেওয়ায় বহিষ্কার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আগামী ১৫ অক্টোবর থেকে সবক্ষেত্রে গ্রিনপাস বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি, বেসরকারি অফিস ও কারখানায় গ্রিনপাস না মানলে সর্বোচ্চ ১২শ` ইউরো জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে সাসপেন্ড করা হবে কর্মক্ষেত্র থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা এ কথা জানান।

কর্মক্ষেত্রকে নিরাপদ ও টিকা কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেন, এখন পর্যন্ত ইতালিতে প্রায় ৪০ মিলিয়ন মানুষ সম্পূর্ণ টিকার আওতায় এসেছে যা ১২ বছরের অধিক জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। সেপ্টেম্বরের শেষ নাগাদ তা ৮০ শতাংশে উন্নত হবে।

এদিকে ভ্যাকসিন না নেওয়ায় এই পর্যন্ত ইতালির ৭২৮ জন ডাক্তারকে বহিষ্কার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৫ অক্টোবরের মধ্যে ভ্যাকসিন না নিলে জরিমানা করা হবে বলে হুঁশিয়ার করেছেন মন্ত্রী।

সরকারের নেওয়া কঠিন কর্মসূচির জন্য, ইতালির করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন স্থানীয়রা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer