Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ইতালিতে একদিনে রেকর্ড ৯১৯ জনের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩১, ২৮ মার্চ ২০২০

প্রিন্ট:

ইতালিতে একদিনে রেকর্ড ৯১৯ জনের মৃত্যু

ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৪ জনে দাঁড়ালো। ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এর আগে দেশটিতে গত ২১ মার্চ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৯৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত বৃহস্পতিবার করোনায় দেশটিতে ৭১২ জন, বুধবার ৬৮৩ জন, মঙ্গলবার ৭৪৩ জন এবং সোমবার ৬০২ জনের মৃত্যু হয়।গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৬ হাজার ৪৯৮ জনে দাঁড়িয়েছে। যা চীনের আক্রান্তের সংখ্যাকেও ছাড়াল।

এদিকে প্রাণঘাতী এই করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা ২৬ হাজারের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিক্ষণে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer