Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন মুশফিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ৪ অক্টোবর ২০২০

প্রিন্ট:

ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন মুশফিক

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছা দূত হলেন মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিষয়টি রোববার নিশ্চিত করেছেন মুশি নিজেই।

ইউনিসেফের শুভেচ্ছা দূত হওয়ার ব্যাপারে মুশি বলেছেন, ‘আপনারা আমাকে অনেক সফল পার্টনারশিপের সঙ্গে যুক্ত হতে দেখেছেন। আমি অধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছি এবং দেশ ও জাতির জন্য গৌরব অর্জন করার চেষ্টা করেছি। এবার বাংলাদেশে শিশু অধিকারে উন্নতি আনতে সাকিব এবং মিরাজের সঙ্গে আমিও লোকজনকে উৎসাহিত করব।’

মুশফিককে শুভেচ্ছাদূত হিসেবে স্বাগত জানাতে পেরে গর্বিত ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ভিরা মেনডোনকা। এ ব্যাপারে তিনি বলেছেন, মুশফিকের সম্মান এবং প্রতিভা ইউনিসেফকে সহায়তা করবে। দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে মুশফিকের কাছে আমাদের যাওয়া।

এদিকে, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভকে ধন্যবাদ জানিয়েছেন মুশফিক, ‘ধন্যবাদ ভিরা, ইউনিসেফের সঙ্গে শিশুদের নিরাপদ, সুস্থ ও সুখী শৈশবের জন্য কাজ করতে আমি খুবই আগ্রহী। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেশের শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer