Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ইউজিসির অনলাইন পাঠদান নির্দেশনা প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮, ৭ মে ২০২০

প্রিন্ট:

ইউজিসির অনলাইন পাঠদান নির্দেশনা প্রকাশ

করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পাঠদান, পরীক্ষা নেয়া, মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তি বিষয়ে নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার এটি প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।নির্দেশনাটি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে। এটি www.ugc.gov.bd এর নোটিশ অপশনে পাওয়া যাবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এ নির্দেশনা অনুযায়ী চলতি সেমিস্টারের অসমাপ্ত কার্যক্রম (পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন) অনলাইনে সম্পাদন করতে পারবে। পাশাপাশি আগামী সেমিস্টারে শিক্ষার্থীও ভর্তি করতে পারবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে নির্দেশনা প্রণয়ন বিষয়ে আলোচনা হয়। সভায় ইউজিসি এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer