Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ইউজিসি স্বর্ণপদক পেলেন ড. জি এম মনিরুল আলম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইউজিসি স্বর্ণপদক পেলেন ড. জি এম মনিরুল আলম

ছবি : পিআইডি

বশেমুরকৃবি, গাজীপুর : ড. জি এম মনিরুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত ‘ইউজিসি স্বর্ণপদক’ প্রাপ্ত হয়েছেন। রাষ্টপতি মোঃ আব্দুল হামিদ গত ১১ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে তাকে এ পদক তুলে দেন।

ইউজিসি প্রতিবছর ১০টি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষকদের গবেষণার স্বীকৃতিস্বরুপ স্বর্ণপদক পদক প্রদান করে থাকে। মনিরুল আলম অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগে ২০১৬ সালের জন্য স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

তিনি অস্ট্রেলিয়ার ইউনির্ভাসিটি অব সাউদার্ণ কুইন্সল্যান্ড (টঝছ) এ (USQ) G Adjunct Research Fellow হিসেবেও কাজ করছেন। মনিরুল আলম একাধিক আন্তর্জাতিক জার্নালের এডিটরিয়াল বোর্ডের মেম্বারসহ বহু প্রোফেশনাল ও ভলেনটারি সংগঠনের সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছেন। উল্লেখ্য, ড. আলম যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মরহুম কায়েম উদ্দিন আহমেদ ও জামিলা খাতুন এর কনিষ্ঠ পুত্র।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer