Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

‘ইউক্রেনের কাছে প্রয়োজনীয় অস্ত্র থাকলে যুদ্ধ শেষ হয়ে যেতো’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ২০ এপ্রিল ২০২২

প্রিন্ট:

‘ইউক্রেনের কাছে প্রয়োজনীয় অস্ত্র থাকলে যুদ্ধ শেষ হয়ে যেতো’

ইউক্রেনের সেনাবাহিনীর কাছে তাদের প্রয়োজনীয় সব অস্ত্র থাকলে ইতিমধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেতো বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট তার রাতের ভাষণে এ কথা বলেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘যদি আমাদের প্রয়োজনীয় সব অস্ত্রের অনুমতি থাকতো, যেগুলো আমাদের অংশীদারদের কাছে রয়েছে এবং যা রাশিয়ার ব্যবহৃত অস্ত্রের সঙ্গে মিল। তাহলে আমরা ইতিমধ্যেই এই যুদ্ধ শেষ করে ফেলতাম।’

তিনি বলেন, ‘এটি অন্যায়। কারণ, তার দেশ এখনো এর অংশীদাররা বছরের পর বছর ধরে কোথায় কী সঞ্চয় করেছে, তা জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছে।’

‘আমাদের এখানে এবং এখন যে গোলাবারুদ দরকার তা যদি তাদের কাছে থাকে, তাহলে স্বাধীনতা রক্ষায় সাহায্য করা সবার আগে তাদের নৈতিক দায়িত্ব,’ যোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer