Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ইউক্রেনে বিমান কারখানায় রাশিয়ার হামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ২২ নভেম্বর ২০২২

প্রিন্ট:

ইউক্রেনে বিমান কারখানায় রাশিয়ার হামলা

ইউক্রেনের একটি বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে রোববার এ তথ্য জানিয়েছে। জাপোরিঝিয়া শহরে অবস্থিত এ কারখানায় তুরস্কের বাইরাকতার অ্যাটাক ড্রোনও উৎপাদন করা হতো। খবর আনাদোলুর।

এতে বলা হয়েছে, রাশিয়ার বিমানবাহিনী জাপোরিঝিয়া শহরের ইউক্রেনের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানার ওপর নিখুঁতভাবে বিমান হামলা চালিয়ে এটি ধ্বংস করে দিয়েছে।

এই কারখানা থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য জঙ্গিবিমান তৈরি করা হতো। এ হামলা কখন চালানো হয়েছে তা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। 

তবে ওই কারখানার ওপর হামলাটি হয়েছে সম্ভবত শনিবার সকালের দিকে বলে ধারণা করা হয়। বিমান হামলায় জাপোরিঝিয়া শহরের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল করার কারখানাসহ একটি গোলাবারুদের গুদাম ধ্বংস হয়ে গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer