Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫০, ৫ ডিসেম্বর ২০২২

প্রিন্ট:

ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে ব্যাপক পরিমাণে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দু’জন নিহত ও অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে বলে সোমবার সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার এই হামলার কারণে রাজধানী কিয়েভসহ দেশজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরুর পর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এটি ‘নতুন ঢেউ’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ব্যাপক বিমান হামলার পর নতুন করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর আগে, কিয়েভের কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছিল, পূর্ববর্তী হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎস্থাপনার কাজ মেরামতের পরই কেবল জরুরি ‘ব্ল্যাকআউট’ কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer