Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ইউক্রেন ইস্যুতে রাশিয়া-যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশংকা প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ১১ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইউক্রেন ইস্যুতে রাশিয়া-যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশংকা প্রকাশ

ঢাকা: ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব এমনকি যুদ্ধও শুরু হয়ে যেতে পারে। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র-নীতি বিষয়ক বিশেষজ্ঞ জেমস জাত্রাস। জেমস জাত্রাস এক সময় মার্কিন সিনেটের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। সম্ভাব্য যুদ্ধে ইউক্রেনও জড়িত থাকবে এবং শেষ পর্যন্ত সে যুদ্ধ পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে এমন আশংকা প্রকাশ করেন তিনি।

জাত্রাস বলেন, ‘ইউক্রেন আমেরিকার কোনও মিত্র দেশ নয়। তাদের প্রতি আমাদের কোনও দায়বদ্ধতাও নেই। ইউক্রেন ন্যাটোর কোনো সদস্য দেশও নয়। অথচ ইউক্রেনে প্রশিক্ষণ দিতে গিয়ে আমাদের একজন পাইলট নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া বিনা উস্কানিতে কের্চ প্রণালীতে ইউক্রেনের জাহাজে হামলা চালিয়েছে বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। কারণ ওই হামলা বিনা উসকানিতে হয়নি। এই নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমিত না করে বরং এখন রাশিয়াকে দায়ী করা হচ্ছে যা ত্রিদেশীয় যুদ্ধ ডেকে আনতে পারে।’

জাত্রাস জোর দিয়ে বলেন, ‘এই ইস্যুতে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধের মারাত্মক ঝুঁকি রয়েছে। কিন্তু সম্ভাব্য এই যুদ্ধ আমেরিকার জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না, তাদের মঙ্গলের জন্য এ যুদ্ধ নয়।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer