Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ইউক্রেন অভিযানে নতুন কমান্ডার নিয়োগ দিলেন পুতিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩০, ১২ জানুয়ারি ২০২৩

প্রিন্ট:

ইউক্রেন অভিযানে নতুন কমান্ডার নিয়োগ দিলেন পুতিন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছেন পুতিন। নিয়োগের তিন মাস পর তাকে সরিয়ে দেওয়া হলো। তার পরিবর্তে সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে শীর্ষ কমান্ডার করা হয়েছে।

পূর্ব ইউক্রেন থেকে পিছু হটার কয়েক মাস পর আবারও সংঘবদ্ধ হয়ে সেখানে আক্রমণ চালাচ্ছে রাশিয়ান বাহিনী। এ অবস্থায় ইউক্রেনে যুদ্ধের কমান্ডার পরিবর্তনের ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

২০১২ সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পদে রয়েছেন ভ্যালেরি গেরাসিমভ। তিনি ইউনিয়ন পরবর্তী যুগে রাশিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করছেন। এর আগে বিভিন্ন যুদ্ধে নিষ্ঠুরতার জন্য কুখ্যাতি অর্জন করা সের্গেই সুরোভিকিন এখন থেকে তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। সূত্র : বিবিসি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer