Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন বিকেলে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ২৮ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন বিকেলে

ঢাকা : নেপালে ইউএস-বাংলার এয়ারলাইন্সের দুর্ঘটনায় বিষয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে দুর্ঘটনায় গঠিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তদন্ত কমিটি।
কাঠমান্ডু পোস্টসহ বেশ কিছু গণমাধ্যম দুর্ঘটনায় তদন্ত কমিটির উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সেখানে পাইলট স্বাভাবিক অস্বাভাবিক আচারণসহ বারবার ধূমপান করছিলেন বলে উল্লেখ করা হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত কমিটির বক্তব্য কী- তা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।

তদন্ত কমিটির সদস্য ও এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতউল্লাহ আরটিভি অনলাইনকে জানিয়েছেন, আমরা বিকেলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবো।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) বিকেল সাড়ে ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer